ডাকে যে আকাশ, চেনা হাতছানি দিয়ে
ডেকে নিয়ে যায়, দারুচিনি বনের ধাঁরে
হৃদয়খানি উচকিত হয়, নতুন আশাটি নিয়ে
মনটি যে চায়, তার সাথে কথা কহিবারে।
কিসের দুঃখ, দোলা দিয়ে যায় অনিবার
হৃদি মাঝে, বেদনার শতদল যায় ভেসে
আবির রাঙানো, গোধূলি নামিলো যে ওপার
সাঁঝের দেয়ালি, ডেকে নেয় তারে হেসে।
রইলো মিনতি, গভীর ধমনিতে যাও বয়ে
যোজন দূরেতে, কোন ছায়াপথে তারা হয়ে
অমোঘ নিয়তি, অবাক তাকিয়ে রয়
ক্ষণকাল হোথা, কানে কানে কি যে কয়।
ভুলিবার আশা, কবেই যে গিয়েছি ভুলে
প্রেরণার কথা, রাখিনিতো কোথাও তুলে
ধারনার মাঝে, তবুওতো ধুরে ফিরি
অজানার পথে, পিয়াসা আসিলো ঘিরি।
ভাবনাগুলোকে, ছড়ায়ে ছিটিয়ে দিয়েছি বেশ
তরুলতাগুলো, চেয়ে রয় নবীণ সূর্যের পানে
মোহনীয় রূপে, বিকশিত হয় মননের কথা অনিমেষ
স্বপন রাতিতে, কে ভরালো চারিদিক সুধাময় গানে।
(“ভালোবাসার নীল রঙ” কাব্য থেকে)