বিঁধলো বুকে মৃণাল কাঁটা
বাড়লো সেথায় পুরান ঘাটা
কইবো আমি কারে-
ব্যথার শ্রাবণ যায় যে ঝরে
রইলো কথা লগন ভরে
ভুলতে পারি নারে।

আকাশ জুড়ে মেঘের ভেলা
অচীন পাখি করছে খেলা
মনটা উড়ে যায়-
মনের ভাঙ্গন রুখতে গিয়ে
দেইযে জোড়া প্রলেপ দিয়ে
কিইবা খুঁজে পায়।

চাঁদের আলোর জোসনা মেখে
ক্লান্তিগুলো দূরেই রেখে
হারিয়ে যেতে চাই-
হারিয়ে যাওয়া চিহ্নগুলো
বাড়ায় শুধু পথের ধুলো
কোথাও দেখি নাই।

নাচলো নাচন বাঁধন হারা
রইলো হৃদয় পাগল পারা
ভীড়ের মাঝে মিশে-
যতই বৃথা চেষ্টা করি
খুঁচরো পথের রেশটা ধরি
পাইনে খুঁজে দিশে।

(“শূন্য দশকের কবি ও কবিতা” থেকে)