শুধাইবো কাহারে, কাটে কাল
অনাদিকালের তরে
অনন্ত রাত্রি পারে।
হায়রে অনাদিকালের অতীত,
তুমি নীরবে, নিভৃতে
কার সাথে কথা কও-
যুগ যুগান্ত ধরে
পিয়াসি চিত্তে
মোর সাথে জেগে রও।
কত জীবনের আরাধনা,
কত সাগরের জল-
মিলেমিশে আজি একাকার হলো, তবু
বুঝিতে পারিনি তার
সমসাময়ীক ছল।
ঘটমানতায় নিবৃত রাখি,
তরঙ্গহীন সায়রে ভাসিয়া, হইযে আলুথালু
তবুও কেন জানি, কাতর চিত্তে
মৌনতারেই গেলাম ডাকি।