ঝড় এসেছে, ঘর ভেঙেছে
কাঁদলো বনের পাখি
নতুন পাতা, পড়লো ঝরে
লজ্জা কোথায় রাখি।

শুকনো ডালে, বাঁধলো বাসা
হিরণ রঙের টিয়ে
নোলক ছাড়াই, ঝড়ের রাতে
করলো তারে বিয়ে।

ধূসর পাতায়, লাগলো নাচন
পত্রবিহীন শাখে,
সাথ হারিয়ে, আঁধার বনে
কে কাহারে ডাকে।

বেদম দোলায়, কাঁপছে ভয়ে
ছোট্ট ফিংয়ের ছানা,
থামবে কখন, ভয়ের প্রহর
নেইতো কারো জানা।