রচিতে চেয়েছি প্রেমের কবিতা
হয়েছে বিষাদে ভরা,
কালের খাতায় গাঁথিয়া দিয়াছি
হৃদয়ে রহিলো ধরা।
সুরের আবেশে গাহিতে চেয়েছি
সুমধুর কতো গান,
কথাগুলি কবে হারায়ে গিয়াছে
অলিখিত অনুদান।
ভাবের খেয়াতে ভাসিতে চেয়েছি
লীলায়িত কোন ক্ষণে,
স্নেহের পরশে হাসিতে গিয়াছি
হরষিত তনু মনে।
সবইতো রহিলো হেথায় পড়িয়া
হলোনাতো আর গাওয়া,
শূন্য আঙনে রহিলো ছড়ায়ে
বেহিসাবি চাওয়া-পাওয়া।