সুবাস ছড়ায় রহমতের মেঘ,
আকাশ জুড়ে তৌহিদের রেখা।
রমজান আসে কল্যাণ বয়ে,
তাকওয়ার দীপ জ্বলে দিগন্ত দেখা।
সাহারির সুরে ভোরের আহ্বান,
ইবাদতে জাগে প্রশান্ত প্রাণ।
সংযমের বাঁধনে আত্মা ধৌত,
গুনাহ মোচনে বাড়ে ঈমান।
তারাবির সুরে মোহনীয় রাত,
আয়াত ধ্বনিত মিনার-প্রাঙ্গণে।
সিজদার অশ্রু মুছে দেয় ব্যথা,
তওবার ভাষায় প্রাণ নিমগ্ন।
ইফতারের ক্ষণে শান্তি ঝরে,
রহমতের বারি নামে অবিরাম।
লাইলাতুল কদরের অমল জ্যোতি,
বদলে দেয় নিয়তি নামহীন যাম।
জাকাতের ছোঁয়ায় হৃদয় জাগে,
দুঃখীর মুখে হাসির গান।
ধনী-গরিব হয় একি সমান,
ভ্রাতৃত্ব গড়ে, দান মহিমান।
ঈদের প্রভাতে খুশির সমারোহ,
আল্লাহর দানে হৃদয় পবিত্র।
রমজান শেষে শিক্ষা রয়ে যায়,
তাকওয়ার আলোয় জীবন আলোকিত।