পথের ধুলোয় লুটায় যে প্রাণ,
নীরব ঠোঁটে ঝরে বিষাদ-গান।
অন্নের সন্ধানে তৃষিত নয়ন,
সম্মান রক্ষায় রুদ্ধ নয়ান।
ঘরের কোণে রোগিণী পড়ে,
শরীরে ব্যথা, ব্যথা যে জ্বরে।
ঔষধের দাম বিষের সমান,
কোন সে হাতে মিলিবে প্রাণ?
অগণিত ঘর নিঃস্ব পড়ে,
প্রাণের কোলাহল স্তব্ধ দ্বারে।
উপোস শিশুর নীরব চাহনি,
কোথায় যাকাত? কোথায় রহমী?
ধনীর আঙিনায় সুবাসিত শীতল,
অভাবীর ঘরে খরতাপ নিদারুণ।
যাকাত কি তবে রঙিন বাহানা?
পৃথিবী কেন এত নিষ্ঠুর, বলো না?
আল্লাহ্র বিধান কি মাটিতে মিশে?
কিয়ামতের দিনে উত্তর দেবে কে?
সঞ্চিত সোনা, জমি আর ধন,
সব কি যাবে কবরে সঙ্গী হয়ে?
হে বিত্তবান, নীরবে শোনো,
কাঁপছে আকাশ, ভাঙছে ধরণী!
যাকাতের হক ত্যাগীলে তুমি,
পরকালের ফয়সালা হবে নির্মম ধ্বনি!