স্বপ্ন ভাঙার আওয়াজ যদি হতো
স্বপ্ন ভাঙার আওয়াজ যদি হতো!
চার পাশের এত ভিড়ের মাঝে...
চমকে দেখা যেত, প্রতিদিন
কত স্বপ্ন চুরমার পড়ে আছে।
মেকি হাসির চাদর যদি কভু
দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যেত!
কষ্টগুলোর আখর উঠতো ফুটে,
বুকের মাঝের কান্না বইতে পেত।
ভাল আছি, বলে সবাই জানি
মনের ছবি আয়নায় কি ধরে?
বেদনার রঙ থাকতো যদি
চিনে নিতেম খুব সহজেই তারে।
অভিমানের মেঘ যায় না দেখা,
নইলে বৃষ্টি নিতেম বুকের মাঝে।
ভালবাসার রামধনু রয় ঢাকা
নইলে তারে সহজে নিতেম খুঁজে।।
হৈমন্তী রায়