#কবিতা
#হৈমন্তী রায়

সিঁড়ি

জীবনের চড়াই উতরাই পেড়িয়ে
শিখরে ওঠার অদম্য চেষ্টা...
সাফল্যের মাপকাঠি
অঙ্কের হিসেব নিকেষে ব্যস্ত
প্রতি ধাপে রাখা কিছু স্মৃতির আঁচড়
ফেলে আসা অতীত, বন্ধু, শহর...
সচ্ছলতা, বৈভবের আকাশে,
কখনো মন খারাপের বারান্দায়
বান্ধবহীন পরবাসে...
মায়ের স্পর্শ, পাড়ার আড্ডা
অবুঝ মনটাকে হয়তো
পিছন পানে ডাকে...
সিঁড়ির রেলিং ধরে ধরে
উঠছে, ছুটছে জেতার নেশায়!
তবু কেন অতৃপ্তির যন্ত্রনায়
রাতের ঘুমে স্বপ্নের গোঙানি
আর কত সিঁড়ি পার হলে
তৃপ্তির সুখ? শান্তির অবকাশ?