রাত নিঝুম কালো
রাতের গভীরতায়
শিশিরের স্নিগ্ধতা নেই।
দুপুর রোদ্দুরের তপ্ততা...
পড়ন্ত বিকেলের মায়াময় আকাশ,
নেই পাখিদের ঘরে ফেরা ....
খুঁজতে যেও না সন্ধ্যের কলরব তুমি,
নিস্তব্ধতার শান্তি রয়েছে শুধু!
অন্ধকার শহরের নিয়ন আলো,
আকাশের কালচে চাদরে তারাদের সমাহার,
জ্যোৎস্নার রূপ আঁধারের বুকে!
রাতের বুকে জমা গল্প গুলো.....
যখন সুখ নিদ্রায় কেউ নরম বিছানায়,
যখন খোলা আকাশে মানুষ মলিন ফুটপাতে,
যখন ছুটন্ত ট্রাক হাইওয়ের বুক চিড়ে...
রাত জাগা শ্বাপদ খুঁজে ফেরে তার শিকার,
বিরহিণী যখন বালিশে কান্না লুকোয়,
শরীর ছুঁয়ে ভালবাসা যখন কথা বলে!
রাতের রাস্তায় যখন বিকোয় সভ্যতা..
রাত শুধু সাক্ষী হয়ে রয়ে যায়!
নিঝুম রাতের বুকে স্বপ্নগুলো-
মনের ক্যানভাসে পায় তার অবয়ব!
একাকী নির্জনে কানে কানে বলে যায়
না বলা ইচ্ছেগুলো ডানা মেলে ....
রাত তাই মোহময়.. সুন্দর॥
#হৈমন্তী রায়