প্রেম ধুসর প্রেম রঙিন
ছেলেটার চোখে অপলক মুগ্ধতা
চোখে চোখ পরতেই অবনত
ঈশদ লাজুক মনে কি যেন দুলে উঠল
বোধহয় প্রেমের জন্ম হল।
চিঠির লেখা ঝাপসা, বুকে স্মৃতির কাঁটা
“ভুলে যেও, বাবার কথাই মানতে হল”
মন বলছে,নতুন নিয়ে ভাল থেকো।
প্রেমের কি মৃত্যু হল?
জাতের দোহাই,সমাজ নিয়ম তুচ্ছ করে
নিঝুম রাতে দুটি তে আজ,পথ অজানা
শক্ত হাতে হাতটা ধরে বিশ্বাসে ভর
প্রেম বুঝি স্বাধীন হল!
সাদা ফুলের মাঝে নিথর দেহ
কানের কাছে মুখ... “তুই থাকবি মনে”
বুকের সব পাঁজর বুঝি গুঁড়ো গুঁড়ো
প্রেমের শুরু একলা চলা...
বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁপা ঠোঁটে
“ছেড়ে যাবে না... থাকবে পাশে?”
সবটুকু মন উজাড় করে .... “কথা দিলাম”
প্রেম আজ আষাঢ় হল।।
হৈমন্তী রায়