ও মেয়ে শোন আকাশ ডাকে
ও মেয়ে
তোর মনে যে হীরের খনি
খুঁজল না যে, তার তরে তুই
মিছে কেন অশ্রু ঝরাস?
তোর বুকে যে উতল সাগর
জানল না যে, তার তরে তুই
মিথ্যে কেন স্বপ্ন সাজাস?
ও মেয়ে
তোর খোলসটুকুই দেখল শুধু
দেখল না যে অরূপ রতন
তাকে কেন হৃদয় দিবি?
গুনের কদর যে করেনি
শুধুই বাঁধে নিয়ম জালে
শিকল সেকি জড়িয়ে র’বি?
ও মেয়ে
আকাশ তোর-ও মেল না ডানা-
সূর্য না হ, প্রদীপ হয়েই ওঠ না জ্বলে
ইচ্ছে-পালে লাগুক হাওয়া
যা ভেসে তুই ভুবন-মাঝে
ছড়িয়ে দে সব তোর যা আছে
জগত মাঝে তোরও নিজের জায়গা আছে।।
হৈমন্তী রায়