মনের কথা
চুলের ফাঁকে রোদের উঁকি,
মুখের নতুন আঁকিবুকি বলছে,
বয়স বাড়ছে নাকি তরতরিয়ে।
হাসির ঝিলিক মনের মাঝে
বয়স কি তার হিসেব আছে?
পিছন পাড়ি বলছে কানে
ফিসফিসিয়ে
চল না মাতি ওদের সাথে -
সবুজ, কচি ছুটছে যত মুক্তধারা
বয়স ভুলে ওঠ না অমন খিলখিলিয়ে।
বলছে আমায়, চল না খুলে বয়স বেড়ি
মায়ের কোলে মাখ না আদর,
ছোট্ট বেলার আব্দারেতে দে ভরিয়ে।
আবার যদি মেলতে পারিস ইচ্ছে ডানা
সংসারী মন, কাজের ছুতো একটু ভুলে
সবাই মিলে ওঠ না খানিক কলকলিয়ে।
সময় এখন লাজুক হেসে বলছে কানে,
মেল না পেখম রঙিন প্রেমে যা ভেসে যা-
মনের মিতার হাতটা ধরে
পাল তুলে চল ভাসিয়ে তরী
নেই তো বাধা।
আবার হিয়ায় কাঁপন লাগুক
হিসাববিহীন হৃদয় কে তোর দে দুলিয়ে।
ছন্দে,গানে রঙিন হয়ে
বাঁচতে যদি শিখতে পারিস
বলছে মন, বলছে কানে-
ফুরোয়নি, সব আছে রাখা,
বয়স ভুলে চাইবি যখন
উজাড় করা আলোর জোয়ার
ফিরতি উজান পাঠিয়ে দেবো
দেবো তোকেই।
চুলের সাদায় জীর্ণ দেহে,
কাঁচা মিঠে থাকব আমি।
রোদের ভাসা সাদা মেঘে
আমার কথা নিয়ে দেখো থাকবো আমি।।
হৈমন্তী রায়