#কবিতা
# হৈমন্তী রায়
মন-পাখি
মনের চাবি টা কবে যেন হারিয়ে ফেলেছি,
খোলা সিন্দুক রইল পড়ে।
সেই যেদিন তুই হাতে রেখেছিলি হাত
সেদিন বুঝি তোর ডালে বাঁধলো বাসা।
পোষ মানে না আর, শোনে না বারণ
অবাধ্য ডানা ঝাপটায় তোর বারান্দায়।
খাঁচায় পুরবি ওকে? নাকি আকাশের রামধনু
লাগবে ওর পাখায়! প্রজাপতিরঙা হয়ে
বসবে তোর জামার ওপর,
ছুঁয়ে দেখিস একবার...
তোর আঙুলে লাগবে তার রঙ!