#কবিতা
#হৈমন্তী রায়

মনে বলছে তুমি এলে বুঝি

কাশ ফুলে খুঁজছি তোমায়,
শিউলির গন্ধে রয়েছ মিশে
ভেজা শিশিরের পরশে,
তুলো সাদা মেঘের বুকে
রোদ্দুরের মাঝে এক পশলায়,
বড় বেশী করে খুঁজছি তোমায়।

খড় মাটি দিয়ে রূপ নিচ্ছে
শিল্পীর কল্পনায় নতুন অবয়ব।
প্যান্ডেলে থিমের রেষারেষি,
দোকানীরা আছে পসরা সাজিয়ে।
কতশত নতুন পোষাক শাড়ী
রঙ বেরঙের সামগ্রীর রাশি!

পরবাসীদের ঘরে ফেরার পালা...
কেউ করছে ঘুরতে যাবার প্ল্যান।
অন লাইনে লাইভ বিকোচ্ছে ...
আমরা কিনছি টুকটাক এটা ওটা,
নিজের কেনার সঙ্গে চলছে
আপনজনের উপহারের কেনাকাটা।

শপিংমল গুলো উঠছে সেজে,
লেখক কবি ব্যস্ত নতুন লেখায়..
শারদ সংখ্যা নতুন,নতুন বই
রেস্তরাঁ তেও নতুন মেনু,
সব কিছুতেই নতুন সাজের ঢেউ
সকলের প্রতীক্ষায় ভালবাসায়!

নতুন জামার চেনা গন্ধে,
বুকের মাঝে ঢাকের শব্দে,
তুমি রয়েছ মিশে সবটুকুতে...
মনে বাজছে আগমনী সুর
ভোরের রেডিও তে কান...
শুনছি আর খুঁজছি তোমায়॥