মানবী

তুমি নারী কেন সৃষ্টি করেছিলে?
অবলা অসহায় দুর্বল এক জীব
সংসারে কী তার প্রয়োজন ছিল?
পুরুষের শক্তির প্রতিষ্ঠার প্রয়োজনে
নারীর আবির্ভাব ঘটালে হে বিধাতা?

শুধুমাত্র নতুন প্রজন্মের জন্মদাত্রী?
এই নিমিত্তে কি তার আগমন?
সক্ষম পুরুষের অঙ্গ থেকে
সৃষ্ট নব পুরুষকারের জন্ম
ঘটানো ছিল খুব অসম্ভব?

হয়তো নারীর শক্তি আজও
রইল অজানা তার নিজেরই কাছে
তুমি দিয়েছ তাকে অপার সম্ভাবনা
সে নয় তুচ্ছ, নয় সে অবলা
সুদূরে বসে অপেক্ষায় আছো
কবে নারী চিনবে নিজেরে, জয় করবে বিশ্ব।
তোমার সৃষ্টি পাবে তার যোগ্য সম্মান।।

হৈমন্তী রায়