বন্ধু

বন্ধু থাকিস পাশটিতে মোর
             সব ওঠা পড়ার বাঁকে,
হাতের ছোঁয়ায় যে উষ্ণতা
            জুড়াক হৃদয়টাকে।
মিঠে আলাপনে বা
          নোনা জলের ধারায়
তোকেই খুঁজি শোন....
আলতো পরশ শিশির সম
            উতল হলে মন,
স্নিগ্ধ হিমেল বাতাস যেন
                শীতল ছায়ায় ঢাকে।
বন্ধু থাকিস পাশটিতে তুই
                মোর পরানের ডাকে।।
                          
বন্ধু থাকিস পাশটিতে মোর
              হারাই যখন সব..
বুকের জমাট অভিমানে
            যখন স্তব্ধ কলরব...
তোর কাছেই মেলব পাতা
              শুনিস কত শত কথা...
তুই ই শুধু জানবি ব্যথা
               জীবনখাতার গোপন গাথা
বন্ধু থাকিস পাশটিতে মোর
               মন উদাসের ফাঁকে।।
                             হৈমন্তী রায়