ভালবাসার বৃষ্টি
বৃষ্টি আমায় ভিজিয়ে দিল
বৃষ্টি কি মন ছুঁয়েছিল?
আবার মন খারাপিয়া আষাঢ় এল
পড়ছে মনে প্রথম ভেজা
বুকের মাঝে লুকিয়ে কাঁপা
উষ্ণ ঠোঁটের ছোঁয়াচ বা হাতের মুঠোয়
নিশ্চিন্ত নির্ভরতার আশ্বাস
যোজন দূরে মরুর দেশে
এক পশলা পাঠাই যদি
ভিজবি কি তুই আগের মতো?
পড়বে মনে তোর মিতের কথা...
চোখের কোণে জলের ঝিলিক
বুকের মাঝে কী এক ব্যথা...
খুঁজবি আমায় ...শুধু আমায়...
জানিস ...
ভাবতে ভীষণ ভাল লাগে,
সাগর জোড়া দূরত্ব মাঝ
তোকে আমায় যখন কাঁদায়...
স্মৃতির পাতায় অতীত খুঁজি..
হেসে উঠি বা মন জমাট কালো!
ভালবাসা আবার জাগে...
বিরহের বর্ষা আবার..
নতুন রঙে রাঙিয়ে মন,
প্রেমের আবার চলা শুরু!
অবিরাম চলছি দুজন...
ভালবাসা মেখে নিয়ে
আয়, ভিজি আবার দুটি,
আমি এপার, সাগর মাঝে...
তুই ওপার, মরুর বুকে...
প্রেম জাগানিয়া আষাঢ় নামুক....
ভালবাসার বৃষ্টি আসুক।।
হৈমন্তী রায়