ভালবাসা মন্দবাসা
ভাল লাগার একঘেয়েমি নিয়ে
মন্দ লাগাও কিন্তু বেশ লাগে!
চোখের দুকুল ভাসলেও মাঝে মাঝে
মনের পালে শান্ত হাওয়া জাগে।
শুধুই সুখ চাইতে শিখেছ কি?
দুঃখ নিয়েও বাঁচতে শেখা যায়
দুঃসময় বন্ধু চেনায় নাকি?
একটা আঘাত লড়তে শেখায়।
গলিয়ে তাপে আঘাত সয়ে সয়ে,
তবেই সোনার কেমন রূপ খোলে!
যে সুর সিক্ত বুকের যন্ত্রনায়
হৃদয় মাঝে সেই তো বেশী দোলে।
যে প্রেমে বিরহ জ্বালা নেই
সে কখনো পূর্ণতা কি পায়?
চাঁদ কে দেখি দূর গগনে বলেই
জোছোনার এতো শোভা হায়!
ঈশ্বরকেও তখন মনে পড়ে
ব্যথা যখন কান্না হয়ে ঝরে...
ঝড়ের দাপট প্রবল হলে আরো
শক্ত হাত বৈঠা আঁকড়ে ধরে!
ভালর মাঝে একটু মন্দ মিশে
সুখের বুকে দুঃখ জেগে রয়,
ঢেউ সামলে জীবন তরী যেন
এমনি করেই বয়ে চলতে হয়।।
হৈমন্তী রায়