ভাবনারা আসে যায়
বাউল আকাশে এলোমেলো
ঘুরে ফেরে ভাবনাগুলো
রামধনু রঙা বড় সুন্দর,
ঢেউয়ের মত তারা আসে যায়
হাত বাড়াবার সাহস দেখাই...
শব্দে বাঁধবার অসীম প্রয়াসে
বারে বারে হারি, ছন্দ হাতরাই
বারে বারে রয় সে অধরা।
তবু রেশটুকু যা আছে মনের গভীরে,
লেখা হয়ে ফুটে ওঠে কাগজের ‘পরে...
কবির কবিতা হতে পারতো সে লেখা
যদি কোনোদিন কখনও সে পায় অবয়ব।
আশা আর চেষ্টার নিরলস মেল বন্ধন,
হাল নাছোড় মন, তাই প্রতিবার
অদম্য চিরন্তন আশায় করি ভর
একদিন, একদিন কবিতার
হাত ধরবে ভাবনা আমার।।
হৈমন্তী রায়