অসুখ
ওই কারা ভাঙল মূর্তি কোনো...
আবার আগুনে জ্বলছে কারো বাড়ি
কোথাও ছেলেধরা বা চোর সন্দেহে
পিটিয়ে মারছে উন্মত্ত ভিড়ের সারি!
ডাক্তার মেরে নিচ্ছে হাতের সুখ
জল্লাদ সব ডাক্তারই কারবারি...
সমাজ চুপ, দেখছে, মুখে তালা..
এবার বুঝি তোমার আমার পালা।
আজকাল সব ভীষণ রকম রেগে
সবাই সবার শত্রু হলাম বুঝি...
হিংসে রাগের গভীর অসুখ নিয়ে
সবাই কেমন দিব্যি বেঁচে আছি!
নিজের দোষ কেউ খুঁজি না যেন,
দোষারোপের তিক্ত কলরব...
নিজে সবাই পিঠ বাঁচিয়ে ভাবি
আপনি বাঁচলেই ঠিক থাকবে সব।।
হৈমন্তী রায়