অন্বেষণ

মন বড় অশান্ত থাকে আজকাল?
কিসের ভয়? কোন আশঙ্কায় কাঁপে বুক?
শান্তির খোঁজ না সুখের তাগিদ বোঝা দায়...
ছুটছো কেন? কী চাইছ জীবন থেকে?
কোথায় যাবে? থামবে কবে? নিত্য দৌড়...
কিসের নেশা? তৃপ্ত কিসে হৃদয় হবে?

পুরোনো এ্যালবামে, পুরোনো স্মৃতি
পিছন যত জলছবি সব আদর মোড়া
সামনে দেখার পথ কেন কঠিন লাগে?
বিশ্বাস আজ ঠুনকো শুধু দেখনদারি
বন্ধু সংখ্যা বাড়ছে, নাকি আলগা দড়ি?

অল্প কিছু প্রাণের মানুষ আজ যা আছে...
ভালবাসায় বাঁধলে, আজও পাশেই পাবে।
প্রাণ খুলে শ্বাস নাহয় নিলে
হাসলে খানিক মুখোশ খুলে
কান্না চাপা বুকে যত
ভাসিয়ে হৃদয় একটু কাঁদো
হাতের মুঠো আলগা হলে
একটু থেমে জিরিয়ে নিলে
হয়তো আবার কাটবে গুমট
রোদের ছোঁয়ায় স্নিগ্ধ হবে।।