আমি এক মেয়েকে চিনি

আমি এক মেয়েকে চিনি...
“তা কেমন মেয়ে শুনি...”
আমি মুগ্ধ হয়ে দেখি
মেয়েটা কী ভীষণ ভালবাসতে জানে..
“সে বুঝি খুব বিদ্যেবতী?”
বিদ্যেবুদ্ধি নেই সেরকম।
“আচ্ছা, তার কেমন গড়ন?
খুব রূপসী? রঙটা কেমন?”
খুব সাধারণ.. শ্যামলা বরণ।

“তাহলে কি গাইতে জানে?”
না জানে না..,
“তবে কি সে আঁকতে পারে?..”
  না পারে না।
“বলি, সেকি..নাচতে পারে?”
একদমই না....
“নিদেন পক্ষে খেলা ধুলো?”
না তাও পারে না।

  “তাহলে সে কী পারে?”
ওই যে বললাম.. ভালবাসতে পারে...
গভীর ভাবে, প্রাণ ভরে..  
“তাই বলো.. গুন কিছু নেই...
নেহাত সাদামাটা, বড্ড সাধারণ...”
যা বলেছ... মেয়েটা নেহাত বেমানান
আজকের আধুনিক পৃথিবীতে।

হৈমন্তী রায়