#কবিতা
# হৈমন্তী রায়

আজকাল স্বপ্ন নিয়ে বাঁচি

আজকাল স্বপ্ন নিয়ে বাঁচি,
আপন খুশি খুঁজতে শিখে গেছি!
কাক ভোরের কুঁড়ির ফুল হওয়া,
বিকেল আকাশ আবীর লালে ধোয়া,
যেদিক তাকাই ছড়িয়ে খুশির আলো!
রাতের আকাশ জ্যোৎস্না মাখা কালো।
গুনগুনিয়ে চলতো যে দিন গুলো...
আজ গলায় আবার সুর দোলালো।

অবহেলায় আগে চোখের জল,
আজকে কেমন মুচকি হাসতে পারে!
দুঃখ আঘাত কবিতা হয় পাতায়...
আবেগ গুলো ফোটে খাতার ‘পরে।
ঘড়ির কাঁটা চলতো আমার আগে,
এখন তারে হারিয়ে একটুখানি...
রেখে দিই ঠিক নিজের জন্য সময়,
নিজের কাছে একলা হওয়া দামী।

ছোট্টবেলার অপূর্ণ সাধ কত
বুড়ো আঙ্গুলগুলো তোলে সুর,
বাগান সাজে হাতের ছোঁয়া পেয়ে
মন হয়ে যায় আনন্দে ভরপুর।
গল্প করে ফুল পাখি গান গেয়ে
দুঃখ ভোলায় পোষ্য আদর দিয়ে,
মন চাইলেই একটু ঘুরে আসা
সবুজ নদী সাগর বুকে ভাসা।

সবাই যখন জটিল জীবন মাঝে,
শান্তি খোঁজে অশান্ত মন নিয়ে..
মন খারাপের মেঘ জমছে শুধু
নিঃসঙ্গ কাটছে অভিমানে...
হাত বাড়িয়ে একটু বৃষ্টি ভিজি,
বই এর পাতায় জীবন ছবি খুঁজি,
জীবন আজও উজাড় ভালবাসায়...
সময় নদী পেরোই তার নেশায়॥