পাহাড় চূড়া হরেক ভাবনার তাড়া দোলে
দৃষ্টি মেলি স্বর্গসুখ সন্ধান লাভের তরে
সুপ্ত বিশ্বাসে জীবন সাজিয়ে যাই।

স্বপ্নালুমনে বৈভবে উর্বশী চিত্ত ধারন করি
যুগেযুগে মনের ডানা রেখেছি মেলিয়ে
গোছাতে অনন্তকাল চলেছি লড়ে।

ঝরবাদলের বাঁধাবিপত্তি পেরবো
গ্লানিকর এঁটেল পথ পেরিয়ে এসেছি আমি
ভিড়েছি হৃদয় ছোয়ানো এক মেলায় ।

মিষ্টি চাওয়া পাওয়ায় বাঁচার নেশা
একই ছায়ায় বন্ধনের সঙ্গ বাধন
দাঁড়ায় আজি সময়ের দাবী ।

রামধনুকের রঙের ঝড়ায় দোল
সারাদেয় অধরা এক চপলা প্রজাপতি
রঙ ছড়ায় তার মখমল পাখায় পাখায় ।

বৈদগ্ধের নিয়তিতে অস্থির স্বপ্ন লালন
যেথায় ভরা থাকিবে অনন্তকাল পারিজাতে
বহিবে কাঞ্চিবত মেখলা চন্দ্রহারের নৃত্য তাল ।

ধরনী জুড়ে মিলাবে এক কাঞ্চনবাগ
দিন থেকে দিনান্তে ছুঁড়িবেই শুধু খোশবু চন্দন
বাসনা জাগে বিরহ ব্যথার সাগর পারিদেবার ।

উদয় জানালো অপ্সরী মমতা
পেরিয়ে যাবো হাজার দুষ্কর দিনরজনী
শ্রান্তপ্রান হয় তৃপ্ত সুনীল সাগর কুলে ।

মুক্তার খোঁজে ঝিনুক কুঁড়াই
চলেছি আবেগি সীমানা ছাড়িয়ে
বিস্তীর্ণ জলরাশিতে করবো জলকেলি।

পাগলকরা উদাসী মনের দুয়ার
অবাক আঁখিতে মধুময় ছন্দের গাঁথন
শান্ত জলপরশ ছিটিয়ে চলি দুচোখে।

উঠাব বীণ অচিন উদাস বাঁশীতে
রঙে রঙে ভরে দেবো হৃদ্যতার
বিরহের ভীরুতা পালিয়ে হারাবে এইক্ষনে ।
(০৫/০৩/২০১৬)

-হায়দার।
১৩/০৩/২০১৬
বাংলাদেশ ভিউ, রু মার্কাদ্যে,প্যারিস,ফ্রান্স।
*০৫ই মার্চ সহধর্মিণীর জন্ম বার্ষিকীতে উৎসর্গ করা ...............