মাঝরাতে ভাবায় নিঃসঙ্গ চলেছি বহিয়ে একাকীত্ব
ঝরেপড়া অপূর্ণ কল্পমায়া ডাকে দিয়ে হাতছানি
হৃদয়ের অন্তরালে সঙ্গী করি স্নিগ্ধ ছায়াপথ
এলোমেলো বেড়াই হয়ে অতন্দ্র রাত প্রহরী !
অভিমানী হৃদয়ে করেভির দ্রৌপদী দ্যোতনার অনুভূতি
অসীম তারার মেলায় খুঁজে পাব এক সুপ্ত চন্দ্রিমা
নির্মল চলারপথে পূর্ণজ্যোতির ঘটবে আবির্ভাব !
হৃদভাঙ্গা বাদলা কালে ঘনীভূত দুঃখের প্রহর
সময়ের বিবর্তনে প্রত্যাশা রয় কাঁড়িকাঁড়ি
জীবনের ভীরুতা হারিয়ে পালাবে
সুখের ছোঁয়ায় কাটিয়ে যাব অনন্ত কাল !
স্বপ্নমাঝে অস্পৃশ্য এক চারুশিল্পের তুমি জ্বালিয়েছ প্রদীপ
দূরে কোথাও নিস্তব্ধ দ্রোহে হারায় আকাশের গাঢ়নীল
দখেছি ফুটেছে পলাশরাঙ্গা রূপালী আলোর মায়াজাল !
আঁখিজলে মনের জোয়ারে সপ্নরাঙ্গা ঢেউ তুলি
সুহৃদের প্রতিশ্রুতি হয়ে সন্ধান মিলালে তুমি
সিক্ত হৃদয় ছোঁয়ায় আমায় চিরন্তন !
-হায়দার।
২৩/০১/২০১৬
ডাল্লা’স সৌজন্যে:- প্রিন্স ইউজেন ,প্যারিস,ফ্রান্স। ; ০২:২২