তাম্র তাপিত বুভূক্ষ অলস হৃদয়
উড়ন্ত যাযাবর মেঘের অঝোর বর্ষন ধারা
বিরহ ঘনিয়ে করে অঙ্কন কষ্টক্লিষ্ট ক্লেদাত্মক কাহিনী !

বুক ফাটা চৈতালি দুপুর যেন গন্তব্য দুরের তিমিরে
ফাল্গুনী হওয়ায় করে নেত্র শক্তি ধুসর ঝাপসা
অগ্নিকন্ঠ করে সাথী এসে দাড়ালাম বট তলে!

এলোমেলো বন্য ভাবনায় অশ্রু মুছি
দৈব দয়ায় পুর্নি কিরণ হয়ে এলে তুমি
লাজ্বে নিমেষে ঘনকালো আন্ধার যায় লুকিয়ে !

সপ্নালু চোখে খুঁজে পাই আলো রুপালি
দুশ্চিন্তার বিভীষিকা পালিয়ে হারাবে কালান্তরে
হতাশার ইশারা চাহুনি বিলিনে যাবে
পেলাম বলে তোমার সহিষ্ণুতাভরা হাসির উচ্ছলতা !

শান্ত সুভ্রতার বাহুডোরে আকিয়ে এলে তুমি
আলোড়িত করে দিলে বন্দুর পথ চলা
সখ্য গড়ার তরে হাজিরে দাঁড়ালাম তোমার সনে
সাহচর্যে কাটিয়ে যাবে মোর হরেক আর্থি বেদনা !

গোধূলী লগনে পরিশ্রান্ত মন রয়েছে প্রস্তুত
বাউলা বাতাসে দূর থেকে দুরান্তে দেব পাড়ি
আউলা কেশের হারাবে লুকোচুরির সকল নিসঙ্গতা !

বাসন্তি রাঙ্গা আঁচল মেলিযে সাজিয়ে দাঁড়ালে
উপচে ঢেলেছ আশার বাণী স্নিগ্ধ বিকেল হয়ে
অকৃত্তিম পরশ প্রলেপ ভড়ালে যেন উদাসী রথ !

হারিয়ে যাওয়াকে খুজেছি দিশেহারায় এদিক ঐদিক
হাজারো ভীড়ের মাঝে শরতের কাশফুল হয়ে মিলালে দেখা
যেন জানান দাও তুমি ভাগ্য দেবী !

-হায়দার
প্যারিস ,ফ্রান্স

প্রিন্স ইউজেন ,প্যারিস ,ফ্রান্স ০৯/০১/২০১৬; ০০:৩৫