তোমাদের সবার সহর্মর্মিতা দেখায় বন্ধুতের মতই
যদিবা কখনো আসা না হত এখানে
কেহ পারতনা খুঁজে বের করতে এই অপ্সরী মুখ !
বিবেক আমার বলে এমন চেতনাকে সমর্থন করতে
করে প্রস্তাব ,বলতে এইটি হলো বন্ধুদের একটি বাগান
যেখানে একজাঁক গোলাপের বসবাস !
উন্নত মনের অধিকারী হওয়া এটি দুরূহ ব্যাপার
আকাশে ও ভূতলে এমন চির সত্য
বারবার প্রতিবার হয়েছে প্রমানীত !
যে ইমারত গড়েছ মন মন্দিরে
আচ্ছাদিত হয়ে রয়েছে অনেক সততার চাদরে
পাই দেখিতে এটা মাধুরী প্রাণোচ্ছল প্রবাহ সম ছবি !
সর্বত্র আমি খুঁজে পাই যথার্ত যুক্তি সঙ্গত ভরসা সবি
পৌঁছবো বিরাট আকারে উন্নত বিজয় নিশানে
তোমাদের হাস্যজ্জল উপস্থাপনা দর্শন নির্দেশন রয় সহায় !
এবং প্রাত্যহিক কর্ম-প্রণালীর অকৃত্তিম জানান পদ্ধতি
সুন্দর ও ভদ্র আচরণ থেকে প্রকাশ ঘটে
করছ বহন একটি কোমল অন্তর!
যাহা আমাদের আত্মাকে চেষ্টা করে মহিমান্বিত করে উঠার
মনে হয় যাহা একটি উপমা দেয়ার মতন দৃষ্টান্ত
সন্ধান পেয়েছি সততা ভরা একগুচ্ছ পুষ্পিত চন্দ্রের মুখোচ্ছবির !
বহিতে দেখি কতেক পরিচর্যা সমৃদ্ধ প্রতিশব্দ
যা চিরঞ্জীব জাগ্রত থাকে হয়ে চিরসজীব
এটাই নৈতিক;কখনো যেন নিরুৎসাহিত নয় হবার !
তোমাদের আতিথেয়তা এবং পরিবেশন নমুনা
মধুস্বাদ মিষ্টতার আভা রাখে প্রসংশার দাবী
তাহাই পারে দিতে অন্যদেরকে একটি বড় প্রেরণা!
সত্যিই খুব রয়েছি হয়ে সন্তুষ্ট তোমাদের উপর
এটা অন্যান্য মন জাগ্রত করতে উদ্বুদ্ধ করবে
তোমাদের ভাবনাকে ভুলতে পারার নেই কোনো কারণ !
সৌভাগ্যবশতঃ রয়েছ দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে
এই প্রত্যয় অন্যদের দিতে পারে শ্বাস সঞ্চালনের বড় আস্বাস
সব সময় সৃষ্টিকর্তা তোমাদের পাশে থাকুক তাহাই করি কামনা !
মানুষের বিবেক বিবেচনা সর্বদা প্রার্থনা করবে তোমাদের তরে
তোমাদের ভবিষ্যত একটি আলোকিত দরজা দ্বারা আবৃত রবে
পারবে করতে তোমরা তথায় একটি স্বর্গীয় জীবন যাপন !
প্রিন্স ইউজেন,প্যারিস, ফ্রান্স, তারিখ ০৩/০১/২০১৬ রাত ১টা ৩০ মি।