মনে জাগে স্বাদ

আজ সঙ্গ পাবো সেই বরাঙ্গনার

ভাসছে স্বপ্ন নেত্রকোনে

ফুটছে আশার আলো।



ক্লান্ত দেহে ফিরে নীড়ে

শুনবো পান্থ পাখীর গাওয়া গান

হারিয়ে পালাবে দুরাশা দূরে বহুদূরে ।



প্রাতঃ কালে হাঁটবো দুজনায়

জুড়বে প্রান মৌ-মৌ সিউলী তলায়

এক সাথে করব বসবাস দু মনায়

গড়বো আশ্রম শাল পিয়ালের বাগিছায় ।



বরাভয়ের কোল ঘেঁসে একে অপরের

কাটাবো সাঁজ বিকেল

মধুর এই লগ্নবনে  ফুটবে স্বর্ণচাপা

আকাশ বাতাস দেবে শুভ্রতার প্রলেফ

ছলছল চাহিবে জ্বলজ্বল করা হাজার তারা।



সুখানন্দে হাতছানি দিয়ে ডাকিবে স্বপ্নেরা

কদম তলায় বসবো দুজনায়

রাত নামিয়ে ছায়া ঘিরবে

লাজুক লাজুক  আঁখি যুগল

হৃদয়ে তোলে শিহরণ ।



কহিবোনা আজ কোন বিষাদ  গাঁথা

দেখবো শুধু ঐ পূর্ণিমার সজাগ থাকা

ফাল্গুনীর ঝিঁঝিঁ  ডাকা  স্নিগ্ধ রাত

রজনীগন্ধা দেব গুজে কাজল কাল খোঁপায়

আনছান আঁখিজোড়া বানায় মাতাল ।



-হায়দার

প্যারিস,ফ্রান্স ।

০৩/০৯/২০১৫



*এক যাযাবর পায় নতুন ঠিকানা*  এর চতুর্থ অংশ ।

লেখাটা সহধর্মিণীকে উৎসর্গ করা হল  ।