উৎসব মুখরিত তেপান্তরের মাঠ
প্রফুল্লচিত্তে পেরিয়ে যাব দাবদাহ সময়
চারিদিক ভোগানে বিষিয়ে ভরে জীবৎকাল
খাবি খায় ভৌতিক মর্মব্যথায়।
হর্ষ-বিষাদে হব অকুতোভয় বরকন্দাজ
স্বপ্নতুলি দিয়ে জিয়ল আঁকি
সম্বল সুপ্তিমাখা গোধূলির লগন।
বেয়ে যায় দাঁড় খেঁকিয়ে হুড়কা কীলক
বিবর্ণ মহাকালের কোকনদ
দুর্ভেদ্য অববাহিকায় স্থির অস্থি্র তরঙ্গ
সন্ধিক্ষণে তলাব আজ
সৈকত জেগে উঠা তাত্ত্বিক এক বালুচর
মহাকালের বিবর্ণ গিঁট পারাপার সপথ
স্বপ্ন বেড়ি অরুণিমার বৈঠা ।
অবারিত জীবন চলার পথ
অনিরীক্ষিত স্যতস্যেতে অশ্রুত ছানি
সুখ সরোবরে বাঁকসাধে
স্বপ্নের জানলায় আবছা বিকেল স্থির
দিকবিদিক সম্ভাবনার আদল
কেটে যাবে নিরাশার গ্লানি
আজকে স্বাপ্নিক গোধূলির দিন করব গোনা।
কোমল মনের নিরুচ্চারিত আশা রশ্মি
কল্পনাতে থেকে থেকে দেয় উঁকি
রিষ্টপুষ্ট বিবেক পূজ্য
হরেক উন্মাদনা মিটাব বলে
বৃন্তচ্যূত শুকতারা হর হামেশায় হৃদয়ে খুলি।
নিরালায় দোদুল্যমান পৃথ্বী
আলোময় নতুন ভিত্তি ভেসে জাগে
প্রকম্পিত হৃদয় দু আঁখির নন্দন দৃষ্টি।
ভিরু নেত্রে আনমনা এক ভাবনার বচন
গৈরিক দুঃখের গুপ্ত কপাট খোলার অন্বেসায়
সুভ্র আকাস শামীয়ানায় পায়চারি
শুরু করি অস্ফুটবাক পথ চলা।
নিখাদ সুখ স্বপ্নের ইন্দ্রিয় তরী
সান্ত্বনার নিরেট তোরণদ্বার
নিষ্কর কর্দমাক্ত ঊষাকাল যাব পাড়ি।
নির্জনতায় স্বস্তির প্রলেফ ছুঁড়িয়ে
মুক্ত চৈতীতে ছড়ায়ে ঐকতান
শান্তির মখমলে দীপ্তিকে করে সাথী
হারিয়ে যেতে রয়েছি প্রস্থুত।
উদাসী কল্পবাতায়ন পাথুরিয়া নয়ন
মন্থরগতির স্নিগ্ধ পরশ ছোঁয়া
বিবাগী হওয়ার পোক্ত কাল আজ ।
জলজল ঠাই রবে বনেদি সুখভুমি
সৃষ্টি সুখের উল্লাস উদ্বেলিত হৃদ মোহনা
অশ্রান্ত দুঃখদলার কর্ষণ দুরন্ত প্রানে মাতাব বলে
চন্দ্রালোক সুত্রপাত লালনে করি সাধন।
-হায়দার ।
প্যারিস,ফ্রান্স
২৮/০৪/২০১৫