প্রতিদিন  প্রতিক্ষণে সংবাদ পাতা ঠাই ভরে
গুম খুন অত্যাচার নির্যাতনের
সঙ্গী যেন বাংলাপৃষ্ঠে লোমহর্ষক কাহিনী
সারিসারি জনতা কিংকর্তব্যবিমূঢ়তায় হতবিহব্বল,
অসহায় অবচেতন দাঁড়িয়ে দেখে কেবল
কারা যেন ছেঁকে নিচ্ছে
শ্যামলিমা থেকে সবুজ ছাউনি।

ঘাতক বুলেট নিমেশে কাড়ে প্রান  
হারায় ইস্পাত কঠীন বজ্র মুষ্ঠির চৈতন্য  
ম্রিয়মাণে যায় প্রতিবাদী কণ্ঠ ,
এক ক্ষয়িষ্ণু হৃদয় কানন
অনুভুতির অনুরাগে ক্ষয়েছে শান্তির আভা
থেমে গেছে রাখালিয়া বাঁশি
হারিয়েছে সভ্যতা
লুকিয়ে গুমরে কাঁদে মায়া মমতা
হয়েছে বাংলাবাগিচা মৃত্যুপুরী ।

রাহাজানি দিকবিধিক
জ্ঞ্যানশুন্যতায় হাজার জন
কষ্টে ফেটে যায় অন্তর দরিয়া
বুক ভাসে লোনা জলে।

অমানিশার ছায়া
ডেকে হারিয়েছে পূর্ণিমার সতেজতা
নিঃসীম অন্ধকার হয়ে রয় সাথী জীবন চলার ,
কল্পবনে ভাবনার রথ দেই পাড়ি;হই নিরুপায়
যদিও তারা ভরা রয়েছিল রজনী ।

কল্পনাতে খুঁজি আশার ধ্বনি
ফোটবে কি আর কোন জ্যোতির্ময় ত্যাজি দীপ্তি
জ্যোতিষ্মান ভাগ্য উন্নয়নের দ্বার প্রান্ত টলমল
কসে পড়ে চন্দ্রিকার  ডাল পালা।

হারিয়ে গনকণ্ঠ জ্বলুনিতে যেন নিথর পুস্প পল্লব
চিরস্থায়ী হয়ে রয় কষ্টের প্রভাত ভৈরবীর বীণ
গেছেভেঙ্গে মনের প্রাসাদ প্রাচীর ।

হার রোজ রই নিষ্ঠার সংশ্রব আবর্তে
মন থেকে মননেরা দ্বিধাহীন সচেষ্ট
থাকি ডুবে হরেক সংকল্পবদ্ধবতায়,
পরখ করি  মননদের চোখের ভাষা
করি শক্তি সঞ্চয় জন মনের কথা বোঝার
যেন স্বীয় বিবেকের দায়বদ্ধতা।

বিধাতার ইশারা দৈব দয়া
উত্তপ্ত বঙ্গ আঙ্গিনায় আবির্ভাব
প্রাণোচ্ছল,আত্মবিশ্বাসে ভরপুর  
প্রখর কঠিন সৃজনশিল পাহাড় নীহার ,
এলো এক অঙ্কুর
নিষ্পাপ ফুটিল নহর কলি
চোখে মুখে যার দেখি
লালিত্য রয়েছে অপুরন্ত স্পৃহাভরা বুলি
ভরসা পায় হাপিয়ে উঠা দুর্বিষহ ক্লান্ত জীবনবাগ।

খুলেদিয়ে সহমর্মিতার জানলা
সুহৃদ আলিঙ্গনের বিচ্ছুরণ হাজার রুদ্ধধার তোরন
দুরন্ত বিবেকের উত্তরণ ঘটিয়ে
ধরাতলে আনবে বরাভয় ,
অবেলায় গৈরিক বেশভূষা
অসভ্যতায় গজে উঠে লুকিয়ে থাকা মানুষরূপী অশান্ত কীট
অতি সত্তর গোধূলি কালে যাবে সরে দূরদূরান্তে।  

চৈতি দিবস যাবে কাটিয়ে
ক্ষরার মরুতে বহিয়ে সুখোষ্ণ বাতাস
কৃষক কৃষাণীর মন দেবে ভোরিয়ে,
দূর পূর্ণিমার কোল ঘেঁসে
রেখেছে আকাশ ছোঁয়া প্রত্যয়
এই বাধাপ্রাপ্ত সত্যদের প্রতিষ্ঠার করার ।

আনায়নে রবে ব্যস্ত জ্যোৎস্না মাখা আদর
ছুঁড়িয়ে সোহাগের প্রলেফ
নশ্বর ধরণী থেকে তাড়াবে হিংসা হানাহানির রেস ।

বিকোশিত সূরে করে ভর বাঁধে দীপাধারে আপন ভুবন
বহিয়ে তাম্র দীপ্ত বেগ গড়িয়ে তুলবে বিশ্ব তল্লাট
বঙ্গবিছানা উপমা দাঁড়াবে
প্রশংসিত কুটীর চূড়ার।

    -হায়দার ।
প্যারিস,ফ্রান্স
১৭/০৩/২০১৫


*বি দ্র ্‌্‌্‌
ভাবুক মনের ইনিয়ে বিনিয়ে আকা একটা ছবি
মুনিয়া পারভীন মণীষাকে উৎসর্গ করা হল
আর তার সাহসী
চিন্তা শক্তিকে জানাই সস্রদ্ধ  শুভেচ্ছা  
এবং
‌‌‍*নহরের* জন্য থাকল শুভকামনা ।