প্রভাতে এসে চাঁদের হাসি যবে গেল নিভে
পথহারা পাখি কেঁদে ফিরি একাকী
উঠিয়াছে ঝড় আঁধারের লেখা জীবন,
গোপনে ইন্দ্র জালের মোহে জড়িয়ে ধরে
অন্তরে বাহিরে বিজনে সুখ খুঁজি
আশ্রয় যাচিয়াছি অদৃষ্টের কৃপানলে।
ঘুর ঘুর মেঘের ঘনঘটা বইছে হিমেল বাতাস
অঝোরে ঝড়ছে শ্রাবন দুলছে নীলাকাশ
দুই ধার আল পথ গুচ্ছ গুচ্ছ কাশের প্রলেফ পরশ
পেতে জানায় মনের বাসনা
সাজিয়েছে প্রকৃতি, কইছে কথা চুপি চুপি গোলাপ শেফালী
ক্ষনিকে ক্লান্তি পাওয়া মেঠো চলা রথ ইন্দিয় শক্তি পায় ফিরে
সিক্ত হয় উদাশ মন।
চাঁদ জাগা রাত
হৃদয় জেগে মেতেছে অজানা কতেক সুখের,
আনমনে চোখে কোনে ভাসে নীলাম্বরীর নীল,
নিশি বাঁধা তাড়ায় লাজ্জের মায়ার জাল
বুকে কুঠিরে কড়া নাড়ে কারো পদধ্বনি
দু হাত ভরে ভালবাসা সূর লহরী
কেড়ে নেবে দুরু দুরু ভাবনা
ক্লান্ত গোধূলি পায় খুজে ভরসা
উঁকি দেবে জ্যোৎস্না মাখা সরণী।
কল্পনাতে বেঁধেছি নীড় ;হাজারো অনুভব
টুকরো টুকরো স্বপ্ন ঘুরপাক করে রাত দুপুরে
ঘর বাঁধবো মহুয়ার বনে কিংবা কাঁঠাল ছায়ায়
বিভোর থাকি স্বপন পেরিয়ে যাব সকল দুঃখ
ঐ দূর দিগন্তে মিশে যাবে ভারাক্রান্ত নিশি তরী।
এ রাতে লুপেছি কতনা আনন্দ;
সাপ্নিক চোখে দেখেছি চাঁদের আলো,
জ্যোৎস্নার ঝিকিমিকি ফুটেছে রেশমি পৃথিবী
আজি রজনীগন্ধা ফোঁটাবে বলে
বন হরিণী চঞ্চলতায় ফুটবে সোহাগ বধনি
দেখেছি চৌদিক বিচ্চুরন করবে প্রতিশ্রুতি
প্রত্যাশা রয় আশার আলোক রেখা
ছেয়েছি যাকে,আপন সীমানায় ফোটাবে বিস্ময় লগন!
বিধাতার ইশারায় সেই স্বপ্ন পরীর ঘটেছে আগমন
এঁকে ছিলাম যাকে হাজার কাল ধরে
ভরেছে প্রান আমার সুভ্র কোলাহল
সাঁঝ কালে রং তুলির বনিয়েছে সেতু বন্ধন
ভাবনার পাখা মেলে দিল জ্যোৎস্না মাখা নীল আকাশে
হয়ে থাকল ভালোলাগার এক প্রতিমার ছবি ।
-হায়দার
প্যারিস,ফ্রান্স
১৫/০৯/২০১৪
*** (সহধর্মিণী কে উৎসর্গ করা হল )
*** বি দ্র লেখাটি (যাযাবর পায় নয়া পৃথিবী) এর ৩য় অংশ…..
ক্রমশ ধারাবাহিক ভাবে চলবে .....
চিন্তায় আঁকি স্বপ্ন বাসর......লেখাটির পূর্ণ খন্ড সমাপ্ত করার।