পরিহার কর যুদ্ধ বিগ্রহ ,সভ্যতার যুগে
চৌধুরী রেজাউল হায়দার
শিশুটি হারিয়েছে পিত মাতা তেজস্ক্রিয়তায়
বোমা ছুঁড়েছে যে জায়ান্টবাদী
আজকাল আর দেখিতে চায়না নব প্রজন্ম
পুড়েছিল যাহা একদা তেজস্ক্রিয়তায়
হিরোশিমা নাগাসাকি আজ যাহা পারিতেছে না ভুলিতে।
ওহ ! বিশ্ব বিবেক জাগ্রত হও ,সাড়া দাও ,
মানবতার পক্ষে কথা বলতে শেখাও একে অপরকে
দয়া করে বন্ধ কর গণহত্যা দেশে দেশে
দখল দারিত্বের বিরুদ্ধে একতা হও সবাই।
বিরত হও হত্যাযজ্ঞ থেকে,
কাম্য নহে অমঙ্গল অপরের তরে
বিবাধ নয় ,নয় বিরোধ;আমরা চেয়ে রই শান্তির সন্ধানে
অধিমত্যতার দিওনাকো আশ্রয়
পরিহার কর যুদ্ধ বিগ্রহ , সভ্যতার এ যুগে
হিংসা;জিগাংসা ত্যাগ করো সভ্য এই কালে
মানবতার জন্য হস্ত বাড়াও ,বিলিয়ে প্রাণ খুলে
বেশি করে শিখো!মনে প্রাণে মানুষকে ভালোবাসতে ।
বাঁচতে শেখাও নিপীড়িতজনাকে, মনুষত্ব সত্য প্রমান করো
আজকের শিশুকে বাড়তে দাও সম্মুখপানে,বিনা বাঁধায় যাক এগিয়ে
দেখবে,ফলিবে দয়া আর দয়ায় আগামীর পরিপূর্ণ রাষ্ট্র-বাগান
তাহাই , হইতে দাও উদীত এই নিষ্পাপ শিশুদের সুচিন্তার ফলন আবাদ করিতে ।
উৎসর্গ : ফিলিস্তিনের সেই পিতামাতা হারা শিশুটিকে।
-হায়দার ।
প্যারিস,ফ্রান্স।
১৯/১০/২০২৩