বাজী জীবনপণ
-চৌধুরী রেজাউল হায়দার।
থমকেছে সবুজ শ্যামল
ফিকে হয়ে যাচ্ছে দিনে দিনে ফসলের মাঠ
দিকেদিকে ক্রমেই চলছে বেড়ে আইয়ামে জাহেলিয়া।
অন্যায় অবক্ষয়ের বাড়ছে দামামা
সকলে কিংকর্তব্যবিমুঢ় আহাজারি আকুল
সন্ত্রাসের অভয়ারণ্য রচিয়েছে এই লাল-সবুজের বুক।
পুঁজি তোমাদের উদ্যুক্ত সাহস
ভরসা তোমাদের সত্য ও ন্যায়ের নিক্তি
ডরে যেয়োনা ঘুমোতে, জুজু পোকার গল্প শুনি ।
করছো মোকাবেলা সকাল সন্ধ্যা
শুলানি ঝালাপোড়া কালনাগিনীর ছোবল শুল
দেখো যদি প্রলোভন কুহকিনীর,খুজোনা স্নেহ মায়াবিনীর আচলঁতল ।
রুখিতে সন্ত্রাসীদের আল্পনা
লয়েছ সংকল্প আর কেউ নিঃশ্ব হবেনা
হবেনা হার , রবে তোমরা মুখে মুখে গলি থেকে রাজপথ।
ঝড় ঝঞ্জা চলার কালে
ডাকবে উঠে মেঘ গুমগুম শব্দবানে
কদাচিৎ ভেবোনা থমকে যাবে জীবন রথ।
ভেবোনা ব্যর্থতার পরীক্ষয় নেমেছ এক
শুধরে চলো ঘাটতির অংককোষে বিবেক বলে
প্রয়োজন হয় নিবে সাহায্য,তুলাদন্ড নিখুঁত পাল্লার ওজন মেপে ।
আওয়াজ তুলেছো সর্বজনায়
ডরে থাকোনি কালনাগিনীর ছোবল ভয়ে
ফেলে রেখেছো রাক্ষুসী ঘুম নিদ্রা প্রগতির জামানায়।
লড়ে যায় বীর,বাজী জীবনপণ
ছাড়িয়ে ত্যাগিয়েছো আত্মীয় স্বজন মায়া সোহাগ
বদ্ধপরিকর যুদ্ধ জয়ের ,শঙ্কা যদিও মরণের শতকে শতক ।
এগিয়ে যাও পায়ে কদমে
ইঞ্চি থেকে ফুট গজে ছাড়িতে কোরনা দিদ্বা
প্রয়োজন হলে পারি দিবে মাইল কিংবা ক্রোসে ক্রোসে।
মুখ ভরা হাসি
প্রাণ উজাড়ে দেশ দরদী
দীপ্ত জ্যোর্তিময় স্বপ্ন আশার দেখছি কুপি।
বুক ভরা স্বপ্নালু শক্তি
দেখতে পাই ঝিলিক আলোর কণা
তোমাদের তরে রয়েছে ১৬ কোটি প্রাণের আশীর্বাদ দোয়া।
২৬/১২/২০১৯
-হায়দার।
নানতেয়ার ,ফ্রান্স
২৯/১২/২০১৯
উৎসর্গঃ
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সকলকে।