আমি বুঝি তোমার ড্যাবড্যাব চাহনির রহস্য,
পুরুষলোক রহস্যময় চোখে নারী দেখে।
কার্তিকে ভরদুপুরের দেড় হাত জিভেজল।
লালা ঝুলে, কষ্টবোধ একটু নেই,যত পারো বাপু!
জোছনা দেখার জন্য যত ধর্য্য তোমাদের।
জোছনার আলো দেখলে আবার নাইতে নামবে।
একবার গোসল সেরে নিলে তোমাদের আর পাত্তাই থাকেনা,পেছন ফিরে তাকালেই পাপ।
চিনি তোমাদের পুরুষলোক।
বাড়ি গিয়ে লাইফবয় বা লাক্স সাবান ঘষে গোসলে, ব্যাস্।সব ধুয়ে যাবে অসভ্যতা,সাবানের সুগন্ধে ছড়াবে পবিত্রতা,
রিক্সায় হুট খুলে যখন বেরুবে হাওয়া খেতে রাস্তায়।
দিনের আলোতে চিনতে পারবেনা, অন্ধকারের এই সাবিত্রীকে।
সাবিত্রী, গঙ্গার জলে গা-গতর ঘষে সাড়েচুয়াত্তুর ডুবেও আর পবিত্র হতে পারবেনা।
আমি পুরুষলোকের স্বভাব ভালো চিনি,কর্তা
গর্ভের পাপ যখন পৃথিবীর বাতাসে নিঃশ্বাস ছাড়বে।
তখন তুমিও লাঠিসোটা নিয়ে মিছিলে নামবে।
এক্বেবাররে দুধে ধোঁয়া তুলসীপাতা।