নেতা তোমার মিষ্টি কথায়

হইলাম আমি রাজী,

আগে কি জানতাম নেতা

সবই ভাওতা বাজি।

বাপে দেওয়া জানটা খাইলাম

পাও টা গেলো গুলিতে,

মায়ের কত আদর সোহাগ

সবই গেলো ধূলিতে।

নেতা বড়ই ব্যথা লাগে

যখন দেখি গদিতে,

কত মানুষ বুক ভাসাইলো

নেতার গাওয়া পুঁথিতে।

নেতা আমার জ্যাতা থাকে

পাবলিক পুড়ে আগুনে,

নেতা কি আর কেঁথা ছাড়ে

শীতে গ্রীস্মে ফাল্গুনে।