কে তুমি প্রশ্ন করো, কে আমি?
আমার আমিত্ব খুঁজেছি আজন্মকাল।
কে তুমি প্রশ্ন করো, কে আমি?
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, না খৃষ্টান
প্রথম পরিচয়, আমি মানুষ।
রক্তে মাংসের মানুষ।
তিনটি কনিকা সমৃদ্ধ  লাল রক্তের মানুষ।
চিন্তা চেতনায় মানুষ। বুদ্ধিমত্তায় মানুষ।
শরীরের শিকড়ে মানুষ।
মাটির  উপরে মানুষ।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ।

কে তুমি প্রশ্ন করো, আমি কে?
আমার আমিত্ব খুঁজেছি আজন্মকাল।
এক মায়ের ডিম্বাশয়ে জন্ম
এক বাবার পুরুষত্বে গর্ব।
এক মায়ের দীর্ঘ আপেক্ষার কষ্টের ফসল,আমি।
যারা দেয়াল তুলে, তোমায় আমায় বিভক্ত করে
ওরাও মানুষ।

আমাকে প্রশ্ন করোনা, আমি কে?
আমার আমিত্ব খুঁজেছি আজন্মকাল।
একই বিধাতার উপসনায় মত্ততা,
একই আকাশের ছাদের নিচে বাসোবাস,
একই মাটিতে মিশে দেহ অবশেষ।
তবে কিসের অহংকার? তবে কেন বিভেদ?
তবে কেন আমাকে হত্যার আয়োজন?

আমাকে প্রশ্ন করোনা আমি, কে?
আমি মানুষ।মানুষ, মানুষ।
তুমিও মানুষ।
তবে কেন খুঁজো  আমিষ নিরামিষের গন্ধ মুখে?
তবে কেন পুড়ে মায়ের মাতৃত্ব দাবানলে?
কোন বিধানের অধিকারে?
তবে কেন বিধাতার সন্মান আজ আপমানে?

আমাকে প্রশ্ন করোনা, আমি কে?
আমার প্রথম পরিচয় হোক, আমি মানুষ।
মানুষ।মানুষ।মানুষ।