কথাছিলো যুগলবন্দীর।
বিনানুমতির প্রবেশাধিকার।
যখন তখন আসা যাওয়া, পাওয়া.....
খোলা ময়দানে, মাছের বাজারে
যেখানে-সেখানে।
পদ্ম নাভিতে  হিম কনা প্রশান্তি।
,ছোঁপ ছোঁপ রক্তে, আলতা নয়
মিছিল  নয়।
চাউলের গুদামে কাতর দৃষ্টি নয়
কথাছিলো, সবুজ নরম দিগন্তের
নির্মল বাতাসের
ছারপোকা হীন চৌপায়া নির্ভেজাল ঘুম
কথাছিলো, একটি আকাশের
একটি ঘরের, উলঙ্গ শিশুর প্যান্টের
পুষ্টি হীনতার
কথাছিলো, লাঙগলের
কৃষকের নুন পান্তা, পেঁয়াজ মরিচের
শ্রমিকের ঘামের
মজুরি, জীবনের নিরাপত্তার
বেঁচে থাকা
কথাছিলো, কথা রাখনি।