বন্ধু আমার কালা চাঁন, মুখে দিয়া মিষ্টি পান
রাঙ্গা ঠোঁটে মুচকি হাইসা মিঠা মিঠা কথা কয়
কথার ফান্দে ফালাইয়া বন্ধু মনটা করলো জয়।।
বন্ধু আমার কালা চাঁন............
রাইতে নামে বন্ধু হিয়ায়, দিনে থাকে কৈই
পন্থের দিকে চাইয়া চাইয়া পাগল হইয়া রই।
আন্ধার মতোন চাইয়া থাকি বন্ধু আসে না
রসে ভিজায় বন্ধু নিজে ভিজে না।
ব্যাকুল থাকি আমি মন হইলো আনচান।।
বন্ধু আমার কালা চাঁন.........
বৈশাখ গেলো জ্যৈষ্ঠ গেলো গেলো কত মাস
দিনে দিনে লাগছে গলায় তোমার প্রেমের ফাঁস।
দেহ জ্বালায় যৌবন আগুন মনে জ্বালায় প্রেম
পুইড়া পুইড়া আঙ্গার হইলাম প্রাণ বন্ধু শ্যাম।
তোমার লাগি বন্ধু আমি হইলাম যে অজ্ঞান।।
বন্ধু আমার কালা চাঁন..............