যাব আমি
যাব আমি।
উড়ে  উড়ে
বহু-হু দূরে।
চিল হয়ে,

বনো ধারে
নদী পারে।
ঢেউ-এ ছলে
কাঁশ দোলে।
সেই গাঁয়ে।

ভোর  বেলা
সেকি খেলা!
গাছে গাছে
গায় নাচে।
পাখি সব,

ফুল ফোটে
মনো ছুটে।
মৌ'র বনে
জানে জনে।
কলোরব।

সাঁঝ  হলে
দলে দলে।
ঘরে ফিরে
সুখো নীড়ে।
মহা তান্ডব,

রাত্রি  হলে
জোনি জ্বলে।
চাঁদ তারা
দেয় নাড়া।
কাঁদে মাধব।

যাব আমি
সেই গাঁয়ে।