কে ছুঁ'তে পারে?
আমি অনেক উপরে
হাত তুল্লে আকাশ ছুঁ'তে পারি।
আমাকে কে ছুঁ'তে পারে?
আমি অনেক অনেক উপরে।
হাত তুলে আকাশ ছুঁ'তে পারি।
ছোঁয়না বৃষ্টি,না ছোঁয় ঝড় -বাণে
ঐ খরতাপ, আগুন কিছুই পারেনা ছুঁ'তে।
আমি অনেক অনেক উপরে
ওরাই থাকে নিচে,
অর্ধাহার আর অনাহারে।
নির্অস্ত্র,নির্বস্ত্র।

আমি আছি, অনেক উপরে
মিছিলে মিটিং -এ
সামনে থাকে, গুলি খেয়ে মরে
আমি থাকি, নিরাপত্তার বেষ্টনীতে।
ওরা পরে, মরে জন্মায়
ঈশ্বর খোঁজে, ঈশ্বর ডাকে
ঈশ্বর আমাকে শুনে।
বোকা গুলো, ভাতে মরে,পানিতে মরে
বুলেটে মরে
আমি তো থাকি অনেক উপরে
হাত বাড়ালে আকাশ পাই।