আবার হয়তো তুমি আগের মতো ভালোবাসবে
হয়তো আসবে এমনই দিনের শেষে সন্ধ্যা বেলা।
জমবে অশ্রু ওগো তোমার চোখে আমার অনুভবে
শেষ হবে অভিমানের পালা শেষ হবে এই খেলা।।
ঝরা বকুলের এই শাঁখে দেখো ফুটবে আবারো ফুল
ফুলে ফুলে ছেয়ে যাবে ভাঙ্গবে তোমারই যতো ভুল।
সেদিন তো ডাকবে তুমি নিরব থাকবে উঠবেনা কবি
পৃথিবীর সব রংমুছে যাবে কাঁদাবে আমার স্মৃতি-ছবি।
ঝরো বাতাস হয়ে ওগো তোমায় দেবো মনে দোলা।।
থাকবে তোমার ঐ আকাশের তারা চাঁদের জোছনা
সাগরের ঢেউ নদীর মোহনা আমিই শুধু থাকবোনা।
মৌন শিখা জ্বেলে মনের ঘরে পুড়বে একলা আগুৃনে
আমি মুছে যাবার নই আলো-আঁধারের দিন গুনে।
জড়ায়ে থাকবো নিরব নিভৃতে ডুবে যাবে স্বপ্নভেলা।।