ছেচল্লিশ বছর বয়সিনী রমণী,
সবুজ জমিনের লাল পেড়ে শাড়ি শরীরে।
সিঁথীর সিঁদুর মুছলো রক্তের দাগে,
হাতের বালা ভাঙ্গলো শাঁখার চুড়ি
ভিজলো আঁচল মায়া নদীর জলে।
সাতলক্ষ সন্তানের শোকে পাথর বুক।
এখনও কাঁদে, গায়ে রক্ত ঝরে
এখনও ,শরীরে জলবসন্ত ফোঁটে
এখনও তার গোস্তোর কাড়াকাড়ি চিল শকুনের ঠোঁটে।
ছেচল্লিশ বছর বয়সিনী রমণী,
সবুজ জমিনের লাল পেড়ে শাড়ি শরীরে।
অপুষ্টি অনাহাড়ে দাঁড়ানো বুকে হাড়
পথে-ফুটপাতে, গ্রাম-গঞ্জে জীর্ণ কুটিরে।
রাজপথে ভয়ে কাঁপে চিৎকার করে "বাঁচাও-বাঁচাও।"
রাজপথে, নির্জন পথে-ঘাটে পরে থাকে রক্তাক্ত নিথর দেহ।
ছেচল্লিশ বছর বয়সিনী রমণী,
সবুজ জমিনের লাল পেড়ে শাড়ি শরীরে।
নিহত ছেলের পাশে কাঁদে, ছুটে মিছিলে শ্লোগান
মুখর রাজপথ।
ছেচল্লিশ বছর বয়সিনী রমণী।