ছিলো জনশূন্য, রৌদ্রদগ্ধ জমিন।
তারপর হঠাৎ একদিন একটি গাছ জন্মালো
গাছে ফুল ফুটলো।
ঘ্রাণ ছড়ালো। মৌ মৌ চারিধার
তারপর হঠাৎ একদিন মেঘ জমলো আকাশে
বৃষ্টি , প্রচন্ড ঝড়।
চারদিকে অমানিশা অন্ধকার।
ফুলের পাঁপড়ি গুলো ঝরে গেলো
গাছটা উপড়ে দিলো বাতাস।
আবারো সেই খরতাপ, রৌদ্রদগ্ধ জমিন
চারদিকে আলো, ছায়া নেই।
উতপ্ত বালুকণা, জনশূন্য মরুভূমি।
স্বপ্নের পাখি খুঁজে ফেরে গাছটি
অবিরত ডানা ঝাপটায়