তোমার আমার দেখা বহুদিন পর
সময়ের বয়সে খুব বেশী নয়,
আমার অপেক্ষার সহস্র বছর।
বহুদিন পরে
দেখা হবে।
তুমি হয়তো, গলা ধরে
কেঁদে বলবে
"তুমি মেলা শুকিয়েছো।
দিন-রাত  আমাকে ভেবে
নিজের কি হাল করেছো ?
ইশ্।চোখের নিচে এত কালি !
নিজের প্রতি কেন ছিলে বেখেয়ালি?"
আমার থুতনি উচু করে,
গুনিন হাতে চিবুক নেড়ে।
বলবে,
"নিচু ব্যান্ডের সিগারেট টেনে, ঠোঁট দুটো কি কুৎসিত,
দুর্গন্ধ মুখে, তোমাকে আদর না করাই উচিত।"
আমি জোড় হাতে ক্ষমা চেয়ে নিতাম
কান ধরে নাহয় তোমায় কথা দিতাম।
তোমার দেয়া রুমাল দেখে বলবে,
"সারা জীবন ভিজিয়ে রেখছো রুমাল জলে,
খেয়েছে রুমাল চোখের লবনে।
কি আশ্চর্য!!  এখনও
গোলাপের পাঁপড়ি গুলো বইয়ের ভেতর।"
আমাদের দেখা বহু বছর পর।
তুমি ড্যাবড্যাব চোখে তাকিয়ে আমতোআমতো।
আমি তন্নতন্ন করে খুঁজছিলাম, আমার দখলদারিত্ব।
কোথায়ও নেই সব দেহ থেকে ঝরে যাওয়া পালক
ঈশ্বর কাঁদলো আমার বুকে,তুমি একটুও কাঁদনি
নিথর তুমি, নিস্পলক তোমার  অচেনা চাহনি।