ভালোবাসি বলেই তো;
তোমার জন্যে আমার বেঁচে থাকা ৷
ভালোবাসি বলেই তো;
তোমার দেয়া কষ্টকে আনন্দচিত্তে বুকে চেপে নেওয়া৷
ভালোবাসি বলেই তো;
তোমার শত ঘৃণার মাঝেও আমার তোমায় চাওয়া ৷
ভালোবাসি বলেই তো;
আজও তোমার অপেক্ষায় পথ্ চেয়ে থাকা ৷
ভালোবাসি বলেই তো;
একা একা নিরালায় কাঁদা, যেনো কেউ না জানে তুমি দিয়েছো আমায় ব্যাথা ৷
ভালোবাসি বলেই তো;
আমার ইচ্ছাটাকে তোমার ইচ্ছার রাজ্যে বিকিয়ে দেওয়া ৷
ভালোবাসি বলেই তো;
তোমার কোমল ও সুন্দর শরিরে আমার থেকে কলংকের একটি দাগও না লাগা ৷
ভালোবাসি বলেই তো;
তোমার ছলনার মাঝেও একটু ভালোবাসা পাওয়ার আশায় হাত পেতে থাকা ৷
ভালোবাসি বলেই তো;
তোমার চলে যাওয়াকে হাসি মুখে মেনে নেওয়া |
হ্যাঁ! সত্যিই শুধু ভালোবাসি বলে;
নয়তো আমার ভয়ংকর রুপ তুমি নিশ্চয় দেখতে পেতে ৷