স্বামী-স্ত্রীর মাঝে অভিমানের দরুন যে ঝগড়া তৈরি হয়,সে ঝগড়া নিয়ে কব্যে কিছু মালা গাঁথার চেষ্টা করেছি। জানি না কাব্য গাঁথা কেমন হয়েছে!
★-----------------------------------★
একটু একটু অভিমান খুনসুটি আর রাগে
যখন মোদের ঝগড়া হয় এক বিছানার খাটে।
নানা ঢঙ্গে নানা কথায় ক্ষেপে তখন মন
জেদের বিষে লোচন-লালে খাড়ায় গায়ের লোম।
মুখের জোরে যুদ্ধ চলে আঘাত হানে কথা
প্রত্যয়ী প্রণয় যুদ্ধে এটিই মোদের প্রথা।
যুদ্ধে কাতর প্রনয়িনীর চন্দ্রানন হয় ফুটন্ত গোলাপী
চোখের কোনে জল টপকে যেন শিশির প্রভাতী।
রাগের মাথায় বলে ওঠে থাকবনা আর বেঁচে
আন্য কাউকে বিয়ে করে থেক অনেক সুখে।
অবশেষে রাগ ভুলে কেউ বুকে নেয় মাথা
ভাঙ্গা গলায় কেঁদে বলে দিয়েছি অনেক ব্যাথা।
ভালবাসি তোমায় আমি জানের চেয়েও বেশি
পারবনাগো তোমায় ছেড়ে থাকতে আমি খুশি।
একে অন্যের চোখের জল নিজ হাতে দেয় মুছে
তখন কপাল চুমে মুচকি হেসে বুকে নেয় জরে।
যেন নবিন প্রীতির উতাল তখন শুরু হয় ভবে
সত্যিই! অভিমানে ভালবাসা বৃদ্ধি পায় মনে।