আমি তোমার মায়াবি দু'চোখে ভালোবাসার রঙ্গীন কালিতে জীবনের স্বপ্ন একেছিলাম। যখন তোমার চোখের দিকে দেখতাম,তখন আমি আমার জীবন দেখতে পেতাম!
কিন্তু তুমি বার বার আমার চোখে বিষাক্ত তীর ছোঁড়েছো,ফলে আজ আর তোমার চোখে স্বপ্ন দেখতে পাইনা !!
আমি মনের মাঝে তোমার নামে একটি তাজমহল বানিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে বধু করে সে মহলটি আরো সুন্দর করে সাজাবো !
কিন্তু তুমি বার বার কষ্টের পাথর মারাতে আজ সে মহল ভেঙ্গে গিয়েছে। তবে আজও তোমার স্মৃতি সে মহল ঘিরে রেখেছে !!
আমার ভালোবাসার ফুল বাগিচাই তোমার নামে একটি লাল গোলাপ ফুটেছিলো। আমি সে গোলাপটি খুব যতনে রেখিছিলাম শুধু তোমাকে দিবো বলে ! কিন্তু ভালোবাসার মিষ্টি পানি না পাওয়াতে,আজ চোখের লবণাক্ত জলের করণে গোলাপটি মৃত্যুর গান গায়ছে !!
আমি আমার মনের ছবিঘরে ভালোবাসার তুলিতে তোমার ছবি অংকন করেছিলাম। তুমি পাশে না থাকলেও আমি তোমাকে দেখতে পেতাম মনের ছবি ঘরে!
কিন্তু আজ তোমার ছোঁয়া না থাকাতে ছবিটি মাকড়সার জালে হারিয়ে গিয়েছে !!
তুমি কোথায়..........? তুমি কোথায়.........?
আমি যে আর পারছিনা ! একবার আমায় দেখা দাও! তোমাকে চাইবনা,সত্যি বলছি চাইবনা। শুধু একটা কথা শোনবো...... তুমি কি আজও আমায় ঘৃণা করো??????