একাকিত্বের কষ্ট-বেদনা যে কেমন তা
তুমি বুঝবে না,কারণ তোমার জীবনের
ডায়রিতে এই শব্দটি এখনো লিপিবদ্ধ
হয়নি ৷
জীবনে ভালোবাসার স্বপ্ন পথে চলতে
চলতে যখন কেউ তার স্বপ্নের পথ
হারিয়ে ফেলে, তখন তার পথ চলা যে
কেমন বিপধজনক হয় তা তুমি বুঝবেনা,করণ
তুমি তো কখনো এই পথের পথিকই হওনি ৷
ভালোবাসার নৌকাই চড়ে কষ্টের
সাগর পাড়ি দিয়ে যে স্বপ্নের দেশে
তাজমহল গড়তে চেয়েছে,তার নৌকা
সাগরের মাঝপথে ডুবে গেলে
কিনারায় পৌঁছা যে কত কঠিন তা
তুমি বুঝবে না,কারণ তুমি তো এই সাগর
পথে আজঅবধি নৌকাতেই চড়নি ৷
ভালোবাসার মাটিতে যখন কেউ লাল
গোলাপের চারা রোপন করে,গোলাপটি
ফুটতে না ফুটতেই যদি ভালোবাসার
পানি না পাওয়াই সেই গোলাপটি গাছ
থেকে ঝড়ে পড়ে,তখন কতো যে কষ্ট পায়
ফুলের মালিক তা তুমি বুঝবে না, কারণ
তুমি তো কখনো চারাই রোপন করোনি ৷
আজ তুমি কিছুই মনে করছো না অন্যের
জীবন নষ্ট হওয়াতে,তবে তুমি জেনে রেখো,
এই জীবন ধংসের বিষ একমাত্র তুমি,
হ্যাঁ তুমিই,কোন দিনও ক্ষমা করবো না তোমাকে,
আদৌ না ৷