তুমি নেই বলে...
রাত আসে চাঁদ হাসেনা ৷
তমি নেই বলে...
ভোর হয় পাখি ডাকেনা ৷
তুমি নেই বলে ...
বাগানে ফুল ফোটে ভোমর আসেনা ৷
তুমি নেই বলে...
ডালিম গাছে কুকিল আর গান গায়না ৷
তুমি নেই বলে...
বিকেলে পূর্বে অস্তযাওয়া সূর্যের আভায় আর আমি আমায় খুজে পাইনা ৷
তুমি নেই বলে...
ঘুমের দেশে আর কেউ আমার সাথে কথা বলে না ৷
সত্যিই! তুমি নেই বলে...
আমার আর কিছুই ভালো লাগেনা ৷